প্রকাশিত: Fri, Dec 29, 2023 12:36 AM
আপডেট: Sun, Jun 29, 2025 5:41 AM

[১]‘ইসরায়েলড’, অর্থ ‘অন্যের জিনিস নিজের বলে দাবি’




রাশিদুল ইসলাম: [২] অন্য কারও জিনিসকে নিজের বলে দাবি করাই হচ্ছে ইসরায়েলড। জনপ্রিয় অনলাইন অভিধান আরবান ডিকশনারিতে নতুন শব্দ হিসেবে স্থান পেয়েছে ‘ইসরায়েলড’ শব্দটি। বিবিসি

[৩] অভিধানটির সংজ্ঞানুসারে, অন্য কারও জিনিসকে নিজের বলে দাবি করাই হচ্ছে ইসরায়েলড। ওই এন্ট্রিতে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কয়েকজন লোক এক রেস্তোরাঁয় আমার টেবিল শেয়ার করতে চেয়েছিলেন। পরে তারাই আমাকে ওই টেবিল থেকে উঠিয়ে দেন, কারণ তাদের একটা মিটিং ছিল। তার মানে, আমি ‘ইসরায়েলড’-এর শিকার হয়েছি।’

[৪] আরবান ডিকশনারি ওয়েবসাইটটি ১৯৯৯ সালে চালু হয়। রোজকার জীবনে ব্যবহৃত যেসব শব্দ প্রমিত অভিধানে ঠাঁই পায়নি, সেসব শব্দের সংজ্ঞা দিয়ে থাকে এই সাইট। এ কারণে পপকালচার, ইন্টারনেট কালচার, স্ল্যাং ও জারগনে যারা আগ্রহী, তারা নিয়মিতই এ সাইটে ঢুঁ মারেন।

[৫] আরবান ডিকশনারিতে ইসরায়েলড শব্দের একটি এন্ট্রিতে এর অর্থ বলা হয়েছে এরকম: কেউ যখন আপনাকে অনুরোধ করে আপনার জিনিস ব্যবহার করে এবং পরে জোরপূর্বক আপনাকে ওই জিনিসের মালিকানা থেকে বের করে দেয়। আর সবাইকে বলে যে আপনিই বরং ওই জিনিস তাদের কাছ থেকে নিয়েছিলেন। 

[৬] আরেকটি এন্ট্রিতে এর অর্থ বলা হয়েছে এরকম: ‘নিজের নয় এমন কোনোকিছু কেড়ে নেওয়া এবং বৈধ মালিককে বের করে দেওয়া।’ সম্পাদনা: ইকবাল খান

[১]ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়াল [২]গোলাবর্ষণ বন্ধে হিজবুল্লাহকে হুঁশিয়ারি

সাজ্জাদুল্ ইসলাম: [৩] বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। রাফাহ এবং তার কাছে অবস্থিত রেডক্রিসেন্ট পরিচালিত খান ইউনুসের আল-আমাল হাসপাতালের কাছে সর্বশেষ হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা, রয়টাস, বিবিসি

[৪] চিকিৎসকরা জানিয়েছেন, আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দক্ষিণ গাজার খান ইউনুসের আল-আমাল হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত ও বহু আহত হয়েছেন।

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরায়েলি হামলার হাত থেকে বাঁচার চেষ্টায় হাজার হাজার ফিলিস্তিনি মধ্যগাজা ও খান ্ইউনুস থেকে পালিয়ে যাচ্ছেন।

[৬] গাজায় ইসরায়েলি হামলার ৮৩তম দিন ছিল বৃহস্পতিবার। 

[৭] যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেস বিমানবন্দর ও নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ফিলিস্তিনিদের পক্ষে বড় বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ-সমাবেশ থেকে বহু লোককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। 

[৮] ইসরায়েলের ক্যাবিনেট মন্ত্রী বেনি গানতজ বলেছেন, ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতি অবশ্য পরিবর্তন করতে হবে। এ ব্যাপারে কূটনীতির সময় পার হয়ে যাচ্ছে। 

[৯] বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিশ্ব ও লেবানন সরকার যদি হিজবুল্লাহকে গোলাবর্ষণ থেকে বিরত না করে তাহলে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। হিজবুল্লাহর হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে গানতজ এমন হুঁশিয়ারি জানালেন।